বাংলাদেশ বিষয়াবলি

প্রাচীন বাংলার ইতিহাসের গুরুত্বপূর্ন বাংলাদেশ বিষয়াবলি

প্রাচীন বাংলার ইতিহাসের গুরুত্বপূর্ন বাংলাদেশ বিষয়াবলি

প্রশ্ন:প্রাচীন বাংলা ভূখন্ড যতটি জনপদে বিভক্ত ছিল? 

     উত্তরঃ ১৬ টি।

প্রশ্নঃ বাংলার জনপদগুলোর মধ্যে  সবচেয়ে প্রাচীন কোনটি?

     উত্তরঃ পুন্ড নগর

প্রশ্নঃ গঙ্গারিডই প্রাচীন যে অঞ্চলের নাম-

     উত্তরঃ বাংলা

প্রশ্নঃ প্রাচীনকালে সপ্তগাঁও বলতে যে অঞ্চলকে বোঝাত-

     উত্তরঃ ফরিদপুর।

প্রশ্নঃ রাজতরঙ্গিনী ইতিহাস  গ্রন্থের রচয়িতা কে?

     উত্তরঃ  কলহন।

প্রশ্নঃ এক সময়ে বাংলা, বিহার ও উড়িষ্যার  রাজধানী  মুর্শিদাবাদের প্রাক্তন নাম কি ছিলো?

     উত্তরঃ  গৌড়। 

প্রশ্নঃ প্রাচীনকালে এদেশের নাম কি ছিলো?

     উত্তরঃ বঙ্গ।

প্রশ্নঃ সর্বপ্রথম বঙ্গ নামের উল্লেখ   পাওয়া যায়-

     উত্তরঃ ঐতিরেয় আরণ্যক।

প্রশ্নঃপ্রাচীন বাংলার যে অঞ্চল  বাংলাদেশের পূর্বাংশে অবস্থিত  ছিল?

     উত্তরঃ সমতট

প্রশ্নঃপ্রাচীন চন্দ্রদ্বীপ বলতে বর্তমান কোন জেলাকে বুঝায়?

     উত্তরঃ বরিশাল

প্রশ্নঃপ্রাচীন রাঢ় জনপদ অবস্থিত কোথায়?

     উত্তরঃ বর্ধমান 

প্রশ্নঃ বরেন্দ্রভূমি  নামে পরিচিত –

     উত্তরঃ রাজশাহী  বিভাগের উত্তর – পশ্চিমাংশে

প্রশ্ন: বগুড়া প্রাচীন বাংলার যে জনপদের অন্তর্ভুক্ত –

     উত্তরঃ পুন্ড্র

প্রশ্নঃশীলদেবীর ঘাট অবস্থিত –

     উত্তরঃ বগুড়া 

প্রশ্নঃ হরিকেল জনপদটি যে অঞ্চলে গড়ে উঠে-

     উত্তরঃ দক্ষিণবঙ্গে 

প্রশ্নঃ চট্টগ্রাম  অঞ্চলের  প্রাচীন নাম-

     উত্তরঃ  হরিকেল

বাঙ্গালির  ইতিহাস  গ্রন্থটি যে রচনা করেন-

     উত্তরঃ  ড. নিহাররঞ্জন  রায়

প্রশ্নঃ বিখ্যাত সাধক শাহ সুলতান বলখীর মাজার কোথায়?

    উত্তরঃ মহাস্হানগড়ে

প্রশ্নঃ প্রাচীন রাঢ় জনপদের অপর নাম কি ছিল? 

     উত্তরঃ সূক্ষ্ম

প্রশ্নঃ বেহুলা লখিন্দারের বাসর ঘর কোথায় অবস্থিত? 

     উত্তরঃ পুন্ড্রনগর।

প্রশ্নঃসিন্ধ সভ্যতার নিদর্শন  কোথায় পাওয়া গিয়েছে –

     উত্তরঃ পাকিস্তানের  পাঞ্জাবে

প্রশ্নঃ ময়নামতির ধ্বংসস্তূপে প্রাপ্ত নিদর্শনসমূহ কোন শতাব্দীর-

     উত্তরঃ অষ্টম 

প্রশ্নঃকোন প্রত্নস্হানটি আদি ঐতিহাসিক  সময়ের প্রতিনিধিত্ব করে-

     উত্তরঃ উয়ারী  বটেশ্বর

প্রশ্নঃমেগাস্হিনিস কার রাজসভার  গ্রিক দূত ছিলেন?

     উত্তরঃ চন্দ্রগুপ্ত মৌর্য

প্রশ্নঃমেগাস্হিনিস কোন দেশীয় পরিব্রাজক ছিলেন?

     উত্তরঃ গ্রিস

প্রশ্নঃচীন দেশের  কোন পর্যটক গুপ্তযুগে বাংলাদেশে আগমন করেন?

     উত্তরঃ ফা-হিয়েন

প্রশ্নঃচীনা পরিব্রাজক ফা-হিয়েন কখন ভারতবর্ষে আগমন করেন?

     উত্তরঃ ৪০১-৪১০ খ্রিষ্টাব্দ

প্রশ্নঃফা- হিয়েন কে ছিলেন?

     উত্তরঃ চীনা পরিব্রাজক

প্রশ্নঃবাংলায় প্রথম চৈনিক  পরিব্রাজক কে?

     উত্তরঃ ফা- হিয়েন

প্রশ্নঃ চৈনিক পরিব্রাজক ফা- হিয়েন কার সময়ে এ দেশে আসেন-

     উত্তরঃ দ্বিতীয় চন্দ্রগুপ্ত

প্রশ্নঃহিউয়েন সাং কোন সম্রাটের আমলে ভারতবর্ষে আগমন করেন-

     উত্তরঃ সম্রাট হর্ষবর্ধন 

প্রশ্নঃইবনে বতুতা কোন দেশের  পর্যটক?

     উত্তরঃ মরক্কো 

প্রশ্নঃইবনে বতুতা  কার শাসনমলে বাংলায় আসেন?

     উত্তরঃ ফখরুদ্দিন  মুবারক  শাহ 

প্রশ্নঃবাংলা শাল চালু করা হয় কেন?

     উত্তরঃ  খাজনা আদায়ের  জন্য 

প্রশ্নঃনিকল দ্য কন্টি বর্ণিত সেরনোভ শহরটি হচ্ছে-

     উত্তরঃ সোনারগাঁও 

প্রশ্নঃ নিকল দ্য কন্টি বাংলায় এসেছিলেন কোন দ্বীপপুঞ্জ থেকে?

     উত্তরঃ আন্দামান দ্বীপপুঞ্জ থেকে

প্রশ্নঃকোন বিখ্যাত  পর্যটক সোনারগাঁও  এসেছিলেন?

     উত্তরঃ ইবনে বতুতা 

প্রশ্নঃফেইসিন বাংলার রাজধানী  হিসেবে উল্লেখ করেন-

     উত্তরঃ  পান্ডুয়াকে

প্রশ্নঃইবনে বতুতার ভ্রমণ বৃত্তান্তে চট্টগ্রামের নাম কি ছিল?

     উত্তরঃ সাত-আল গাঁও

প্রশ্নঃইবনে বতুতা  কার শাসন আমলে ভারতবর্ষে  দিল্লি  আগমন করেন? 

     উত্তরঃ মুহাম্মদ  বিন তুঘলক 

প্রশ্নঃচীনা পরিব্রাজক হিউয়েন সাং এর দীক্ষাগুরু  কে ছিলেন?

     উত্তরঃ শিলভদ্র

প্রশ্নঃমহাস্হাবীর শিলভদ্র কোন মহাবিহারের আচার্য ছিলেন? 

     উত্তরঃ নালন্দা বিহার 

প্রশ্নঃবাংলার নববর্ষ  পহেলা বৈশাখ  চালু করেন কে?

     উত্তরঃ সম্রাট আকবর

প্রশ্নঃবঙ্গাব্দ সন কোন সনে প্রবর্তিত হয়?

     উত্তরঃ১৫৮৪

প্রশ্নঃবিখ্যাত পর্যটক  ইবনে  বতুতা  কত সালে সোনারগাঁও  ভ্রমণ করে?

     উত্তরঃ১৩৪৬ সালে

প্রশ্নঃ হিজরি  সন গনণা শুরু হয় কোন সালে-

     উত্তরঃ ৬২২ সাল

প্রশ্নঃবাংলা সনের ৩১ দিনের মাস কয়টি?

     উত্তরঃ ৫টি

প্রশ্নঃবাংলা সনের প্রবর্তক কে?

     উত্তরঃ ফতেহুল্লাহ সিরাজ

প্রশ্নঃপ্রথম বাঙালি রাজা কে ছিলেন?

     উত্তরঃ রাজা শশাঙ্ক 

প্রশ্নঃ বাংলার শেষ হিন্দু রাজা  কে ছিলেন?

     উত্তরঃ লক্ষ্মণ  সেন

প্রশ্নঃমহাকবি কালিদাস কোন রাজার সভাকবি ছিলেন?

     উত্তরঃ রাজা দ্বিতীয়  সেনগুপ্ত 

প্রশ্নঃ সম্রাট অশোক  বিভীষিকাময় যে যুদ্ধে জয়ী হয়েছিলেন-

     উত্তরঃ কলিঙ্গ যুদ্ধে

প্রশ্নঃসোমপুর বিহার কোন আমলের স্হাপত্য নিদর্শন? 

     উত্তরঃ পাল

প্রশ্নঃবর্তমান বাংলা লিপির উৎপত্তি –

     উত্তরঃ প্রাচীন ব্রাক্ষ্মীলিপি

প্রশ্নঃযে প্রাচীন সম্রাট পৃষ্ঠপোষকতায়র মাধ্যমে বাক্ষ্মীলিপির বিলুপ্ত  থেকে রক্ষা  করেছিলেন-

     উত্তরঃ অষ্টম  শতাব্দীর 

প্রশ্নঃরাজা শশাঙ্কের মৃত্যুর  পরবর্তী  একশত বছরের  বিশৃঙ্খলাপূর্ণ সময়কে বলা হয়-

     উত্তরঃ মাৎস্যন্যায়

প্রশ্নঃ পাল বংশের  প্রতিষ্ঠাতা কে ছিলেন?

     উত্তরঃ রাজা গোপাল

প্রশ্নঃ পাল বংশের শ্রেষ্ঠ সম্রাট হিসেবে  অবহিত  –

     উত্তরঃ রাজা ধর্মপাল 

প্রশ্নঃপাহাড়পুরের বিখ্যাত বৌদ্ধ  বিহারের নাম কি?

     উত্তরঃ সোমপুর বিহার

প্রশ্নঃসোমপুর বিহার প্রতিষ্ঠা করেছিলেন  কে?

     উত্তরঃ রাজা  ধর্মপাল 

প্রশ্নঃআলেকজান্ডা কত সালে ভারতবর্ষ আক্রমণ করেছিলেন? 

     উত্তরঃ খ্রিষ্টপূর্ব ৩২৭ অব্দে

প্রশ্নঃঅভিজ্ঞান শকুন্তলম বইটি কার লেখা?

     উত্তরঃ কালিদাস 

প্রশ্নঃগঙ্গারিডই জাতির  বাস ছিল কোন দুই নদীর  মধ্যেস্হলে?

     উত্তরঃ পদ্মাও ভগীতথী

প্রশ্নঃঅজন্তার গুহাচিত্র  কোন রাজবংশের  শাসনমলে তৈরি  করা হয়?

     উত্তর গুপ্ত আমলে

প্রশ্নঃ সেনদের আদি নিবাস কোথায় ছিল?

     উত্তরঃদাক্ষিণাত্যের কর্ণাটকে

প্রশ্নঃ কোন মুসলিম  বীর লক্ষ্মণ সেনের রাজ্য আক্রমণ করেন?

     উত্তরঃ বখতিয়ার  খলজি

প্রশ্নঃ বল্লাল সেনের লেখা বিখ্যাত দুটি কাব্যগ্রন্হ?

     উত্তরঃ দান সাগর ও অদ্ভুত সাগর

প্রশ্নঃ বাংলায় সেন রাজ্যের প্রতিষ্ঠাতা কে?

     উত্তরঃ বিজয় সেন

প্রশ্নঃবাংলায় বিজয় সেনের রাজধানী  কোথায় ছিল?

     উত্তরঃ বিক্রমপুর(বর্তমান  মুন্সিগঞ্জ)

প্রশ্নঃ সেন বংশের শেষ রাজা  ছিলেন-

    উত্তরঃ লক্ষণ সেন

প্রশ্নঃবাংলায় হিন্দু ধর্মে কৌলীন্য  প্রথার প্রবর্তন করেন কে?

     উত্তরঃ বল্লাল সেন

প্রশ্নঃ বাংলায় সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে?

     উত্তরঃ হেমন্ত সেন

প্রশ্নঃ শালবন বিহার কোন আমলের বৌদ্ধ  ধ্বংসাবশেষ? 

     উত্তরঃ পাল

প্রশ্নঃবাংলার কোন যুগে  চর্যাপদ  এবং রামচরিত রচিত হয়?

     উত্তরঃ পাল যুগে

প্রশ্নঃমৌর্য সাম্রাজের প্রতিষ্ঠাতা কে?

     উত্তরঃ চন্দ্রগুপ্ত মৌর্য

প্রশ্নঃকলিঙ্গ যুদ্ধ  হয় কোন সাম্রাজ্যে?

     উত্তরঃ মৌর্য সাম্রাজ্যে

প্রশ্নঃগুপ্ত সাম্রাজ্যের শ্রেষ্ট সম্রাট কে?

     উত্তরঃ দ্বিতীয় চন্দ্রগুপ্ত

প্রশ্নঃকোন সাম্রাজ্যের যুগকে স্বর্নযুগ বলা হয়?

     উত্তরঃ গুপ্ত সাম্রাজ্যের

প্রশ্নঃগুপ্ত সাম্রাজ্যে ধ্বংস হয় কোন শক্তির হাতে? 

     উত্তরঃ কর্ণসুবর্ণ 

প্রশ্নঃ দেবপর্বত্রে কোন বংশের  রাজধানী  প্রতিষ্টিত হয়েছিল? 

     উত্তরঃ দেব বংশের

প্রশ্নঃঅতীশ দীপঙ্কর যে তত্ত্বের প্রচারণা করেন?

     উত্তরঃ শূন্যবাদ

প্রশ্নঃঅর্থশাস্র গ্রন্থটি কার রচনা?

     উত্তরঃ কৌটিল্য 

প্রশ্নঃআরবগণ সিন্ধু  আক্রমণ করে যে সালে-

     উত্তরঃ ৭১২সালে

প্রশ্নঃ কোন মুসলিম সেনাপতি সিন্ধু  জয় করেন?

     উত্তরঃ মুহাম্মদ বিন কাসিম

প্রশ্নঃমুহম্মদ বিন কাসিম কে ছিলেন?

     উত্তরঃ একজন উমাইয়া সেনাপতি ও মুসলিম  বিজেতা

প্রশ্নঃমুসলিমদের জন্য ভারত বিজয়ের পথ প্রশস্ত হয় কার বিজয়ের ফলে?

     উত্তরঃ মুহম্মদ বিন কাসিমের সিন্ধু  বিজয়ের ফলে

প্রশ্নঃআরবদের আক্রমনের সময় সিন্ধু  দেশের রাজা ছিলেন-

     উত্তরঃ দাহির

প্রশ্নঃমুহম্মদ বিন কাসিম সর্বপ্রথম  সিন্ধুর কোন শহরে  উপস্থিত  হন-

     উত্তরঃ দেবল

প্রশ্নঃউমাইয়া খলিফার  পরিবর্তন  ঘটে –

     উত্তরঃ ৭১৫ সালে

প্রশ্নঃসুলতান মাহমুদ  জন্মগ্রহণ  করেন-

     উত্তরঃ ৯৭১ সালের নভেম্বরের  বর্তমান  আফগানিস্তানের           গজনী  শহরে

প্রশ্নঃগজনভী রাজবংশের  প্রতিষ্ঠা করেন-

     উত্তরঃ সুলতান মাহমুদ ৯৭৭ সালে

প্রশ্নঃগজনীকে এক বৃহৎ সাম্রাজের সমৃদ্ধশালী রাজধানীতে  পরিণত  করেন-

     উত্তরঃ সুলতান মাহমুদ 

প্রশ্নঃগজনীর সুলতান  মাহমুদ  কতবার  ভারতবর্ষ  আক্রমণ  করেন-

     উত্তরঃ ১৭ বার

প্রশ্নঃসুলতান মাহমুদ  কখন সোমনাথ  মন্দির আক্রমণ  ও লুন্ঠন  করেন-

     উত্তরঃ ১০২৬ সালে

প্রশ্নঃ তরাইনের দ্বিতীয়  যুদ্ধে কে পরাজিত  হন-

     উত্তরঃ পৃথ্বিরাজ

প্রশ্নঃভারতে কে সর্বপ্রথম  তুর্কী  সাম্রাজ্য বিস্তার করেন-

     উত্তরঃ মুহম্মদ  ঘুরী