বাংলা সাহিত্য

বাংলা সাহিত্য হতে বিভিন্ন চাকরির পরিক্ষায় আশা গুরুত্বপূর্ন প্রশ্ন ও উত্তর

ভারতীয় উপমহাদেশের আঞ্চলিক ভাষাগুলোর আদিম উৎস কী?

উত্তর- অনার্য ভাষা

বাংলা আদি জনগোষ্ঠীর ভাষা কী?

উত্তর-অস্ট্রিক

প্রাচীন ভারতীয় আর্যভাষা চিহ্নিত করুন?

উত্তর- বৈদিক ভাষা

বেদের ভাষাকে কি ভাষা বলা হয়?

উত্তর- বেদী ভাষা

বাংলা ভষার উৎপত্তি যেখান থেকে?

উত্তর- ইন্দো-ইউরোপীয়

ভালরতীয় ভাষার নিদর্শন যে গ্রন্হে পাওয়া যায় তার নাম কী?

উত্তর- ঋগ্বেদ

ইন্দো-ইউরোপীয় মূল ভাষাগোষ্ঠীর অন্তর্গত ভাষা কোনটি?

উত্তর- বাংলা

ইন্দো-ইউরোপীয় ভাষার কয়টা শাখা?

উত্তর-দুটো

প্রাকৃত শব্দটির অর্থ কী?

উত্তর-স্বাভাবিক

বাংলা ভাষার মূল উৎস কোনটি?

উত্তর- প্রাকৃত ভাষা

বাংলা ভাষার উদ্ভব হয়েছে?

উত্তর-প্রাকৃত

অপভ্রংশ কথাটির অর্থ কী?

উত্তর-বিকৃত

প্রাকৃত শব্দের ভাষাগত অর্থ কী?

উত্তর-জনগনের ভাষা

বাংলা ভাষার উদ্ভব হয় কত খ্রিস্ট?

উত্তর-সপ্তম খ্রিস্ট পূর্বাব্দে

বাংলা ভাষার বয়স কত?

উত্তর-১০০০বছর

পৃথিবীতে বর্তমানে কতগুলো ভাষা প্রচলিত?

উত্তর-সাড়ে তিন হাজার

কোন যুগে বাংলা লিপি ও অক্ষরের গঠনকার্য শুরু হয়?

উত্তর-সেন যুগ

কোন শাসনামলে বাংলা লিপির স্হায়ী রুপ তিরী করে অক্ষর গটনের কাজ শুরু হয়?

উত্তর-পাঠান যুগ

ভারতীয় মৌলিক লিপি কোনটি?

উত্তর-ব্রাক্ষী

বাংলা লিপির উৎস ক?

উত্তর-ব্রাক্ষী লিপি

ভারতীয় কোন লিপি ডান দিক থেকে লেখা হয়?

উত্তর-খরোষ্ঠী

বাংলা ভাষা ওসাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি?

উত্তর-চর্যাপদ

বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি?

উত্তর-চর্যাপদ

প্রাচীন যুগের বাংলা ভাষার শ্রেষ্ঠ নিদর্শন কী?

উত্তর-চর্যাপদ

চর্যাপদ হলো মূলত?

উত্তর- গানের সংকলন

চর্য্যাচর্য্যবিনিশ্চয় এর অর্থ কী?

উত্তর-কোনটি আচরণীয়,আর কোনটি নয়