ভাষা আন্দোলন হতে সরকারিতে আসা কিছু গুরুর্তপূর্ন প্রশ্ন-উত্তর

ভাষা আন্দোলন হতে সরকারিতে আসা কিছু গুরুর্তপূর্ন প্রশ্ন-উত্তর

প্রশ্নঃ- সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম গঠিত কত সালে?

উঃ- ১৯৪৮ সালে

প্রশ্নঃ- তমদ্দুন মজলিশ গঠন করে কে?

উঃ- আবুল কাশেম

প্রশ্নঃ- কোন দেশ বাংলা ভাষাকে তাদের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে  স্বীকৃতি দিয়েছে?

উঃ- সিয়েরা লিওন

 

প্রশ্নঃ-আমার ভাইয়ের রক্তে  রাঙানো -গানটি কে রচনা করেন?

উঃ- আবদুল গাফফার চৌধুরি

প্রশ্নঃ- ১৯৪৮-৫২ সালের আন্দোলনের সময় ‘ভাষা দিবস’ পালিত হতো?

উঃ- ১১ ই মার্চ

প্রশ্নঃ- রাষ্ট্রভাষা আন্দোলনের সময় কোন সংস্থা গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে?

উঃ- তমদ্দুন মজলিশ

 

প্রশ্নঃ- ভাষা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন?

উঃ- খাজা নাজিম উদ্দিন 

প্রশ্নঃ-কিসের ভিত্তিতে পূর্ব বাংলায় ভাষা আন্দোলন হয়েছিল?

উঃ- বাঙ্গালী জাতীয়তাবাদ

প্রশ্নঃ- সর্বদলয়ী কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় কবে?

উঃ- ৩১ জানুয়ারি ১৯৫২ সালে

প্রশ্নঃ- বাংলা ভাষাকে পাকিস্তান গণপরিষদ কোন তারিখে অন্যতম রাষ্ট্রভাষা হিসাবে স্কীকৃতি দেয়?

উঃ- ৯ মে ১৯৫৮ সালে

প্রশ্নঃ- পাকিস্তান গণপরিষদের অধিবেশনে বাংলাকে রাষ্ট্রভাষা করার প্রথম দাবী কে উত্থাপন করেন?

উঃ- শেরে বাংলা এ. কে ফজলুল হক

প্রশ্নঃ- ১৯৪৭ সালে পূর্ব পাকিস্তানের জনসংখ্যা কত ছিল?

উঃ- ৪ কোটি ৪০ লক্ষ

 

প্রশ্নঃ- পাকিস্তনের মোট জনগোষ্ঠীর কত অংশ বাংলা ভাষায় কথা বলত?

উঃ- ৫৪ শতাংশ জনগোষ্ঠী

প্রশ্নঃ- পাকিস্তনের মোট জনগোষ্ঠীর কত অংশ উর্দু ভাষায় কথা বলত?
উঃ- ৩.২৭ শতাংশ জনগোষ্ঠী

প্রশ্নঃ- রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের প্রথম ধর্মঘট পালিত হয়-

উঃ- ১১ মার্চ ১৯৪৮

 

প্রশ্নঃ- ১৯৫২ সালে ২১ ফেব্রুয়ারি কি বার ছিল?

উঃ- বৃহস্পতিবার

প্রশ্নঃ- পাকিস্তানের সরকারের সমর্থেনে প্রথম ২১ ফেব্রুয়ারি পালিত হয় কত সালে?

উঃ- ১৯৫৬ সালে

প্রশ্নঃ- আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?

উঃ- ঢাকার সেগুনবাগিচায়

About studynotebd

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *