আবেদন পত্র ও চিঠি

শিক্ষাসফরে প্রেরণের আবেদন

তারিখঃ২০/০৮/২০২৩

বরাবর

প্রদান শিক্ষক,

বাইড়া এম.এ.উচ্চ বিদ্যালয়,

মুরাদনগর, কুমিল্লা।

বিষয়ঃ শিক্ষাসফরে প্রেরণের আবেদন।

জনাব,

বিনীত নিবেদন এই যে, আমরা আপনার স্কুলের দশম শ্রেণীর মানবিক বিভাগের ছাত্র ছাত্রীবৃন্দ শিক্ষাসফরে যাবার ইচ্ছে পোষণ করছি।বর্তমান যুগে শিক্ষাসফরের গুরুত্ব ও প্রয়োজনীতা অপরিসীম।এটা আপনার মতো একজন সুযোগ্য ব্যক্তির অজানা নয়। আমরা শিক্ষা সফরে কক্সবাজার যেতে চাই। সেখানে শিক্ষণীয় অনেক কিছু রয়েছে। শিক্ষাসফরে আমরা দুই দিন কাটাবো। এ দুই দিন আমাদের পঞ্চাশজন ছাত্র ছাত্রীর প্রায় পঞ্চাশ হাজার টাকা লাগবে। এ সম্পূর্ণ টাকা আমাদের পক্ষে একা বহন করা সম্ভব নয়। এ ব্যাপারে আপনার সাহায্য ও সহানুভূতি কামনা করছি। আপনার অনুমতি পেলে আমরা এ টাকার অর্ধেক বহন করতে প্রস্তত আছি।

অতএব, বিনীত প্রার্থনা, শিক্ষাসফরের গুরুত্ব ও প্রয়োজনীয়তা উপলব্ধি করে আমাদেরকে শিক্ষাসফরে যাবার অনুমতি দানে বাধিত করবেন ।

বিনীত  নিবেদক,

আপনার একান্ত অনুগত ,

দশম শ্রেণির মানবিক বিভাগের ছাত্র ছাত্রীদের পক্ষে,

মো.বিল্লাল হোসেন

জরিমানা মওকুফের জন্য আবেদন

৬/০৮/২০২৩

বরাবর

প্রধান শিক্ষক,

মিরপুর মডেল হাইস্কুল,

মিরপুর, ঢাকা

বিষয়ঃ জরিমানা মওকুফের জন্য আবেদন।

জনাব,

বিনীত নিবেদন এই যে, আমি অত্র বিদ্যালয়ের নবম শ্রেণীর একজন নিয়মিত ছাত্র। আর্থিক অসুবিধার কারনে গত মাসের নির্দিষ্ট তারিখে আমি আমার বেতন প্রদান করতে পারিনি। এখন বেতন প্রদানের সময় আমাকে বিলম্বের জন্য কিছু জরিমানা দিতে হবে।

অতএব, হুজুর সমীপে আমার আকুল আবেদন আমার আর্থিক অক্ষমতার পরিপ্রেক্ষিতে জরিমানা ছাড়া বেতন প্রদানের অনুমতি দানে বাধিত করবেন।

বিনীত নিবেদক,

আপনার অনুগত ছাত্র,

সাকিল

নবম শ্রেণী

রোল-১০

বিদ্যালয়ে বিনা বেতনে অধ্যয়নের সুযোগ প্রার্থনা করে দরখাস্ত

তারিখঃ১২/০৮/২০২৩

বরাবর

প্রধাণ শিক্ষক,

আলাদিপুর উচ্চ বিদ্যালয় 

আলাদিপুর, রাজবাড়ি।

বিষয়ঃ বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন।

জনাব,

বিনীত নিবেদন এই যে, আমি আপনার স্কুলের নবম শ্রেণির একজন নিয়মিত ছাত্র। আমাদের কোনো জমিজমা নেই। আমার পিতা তাসমেরি কোম্পানির একজন কর্মচারী। আমাদের পরিবারের সদস্য সংখ্যা আটজন। আমার আরও এক ভাই ষষ্ঠ শ্রেণীতে আপনার স্কুলে পড়ে। পরিবারের ভরণপোষণ করে আমাদের লেখাপড়ার খরচ চালানো বাবার পক্ষে সম্ভব হচ্ছে না। তাই আর্থিক সংকটের জন্য আমার লেখাপড়া বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।উল্লেখ্য, আমি গত বার্ষিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে নবম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছি।

অতএব, আপনার নিকট প্রার্থনা, আমাকে আপনার স্কুলে বিনা বেতনে অধ্যয়নের সুযোগ দানে বাধিত করবেন।

বিনীত নিবেদক,

আপনার একান্ত বাধ্যগত ছাত্র

কামাল হাসান

শ্রেণী : ৯ম

রোল : ০২