শিক্ষাসফরে প্রেরণের আবেদন

তারিখঃ২০/০৮/২০২৩

বরাবর

প্রদান শিক্ষক,

বাইড়া এম.এ.উচ্চ বিদ্যালয়,

মুরাদনগর, কুমিল্লা।

বিষয়ঃ শিক্ষাসফরে প্রেরণের আবেদন।

জনাব,

বিনীত নিবেদন এই যে, আমরা আপনার স্কুলের দশম শ্রেণীর মানবিক বিভাগের ছাত্র ছাত্রীবৃন্দ শিক্ষাসফরে যাবার ইচ্ছে পোষণ করছি।বর্তমান যুগে শিক্ষাসফরের গুরুত্ব ও প্রয়োজনীতা অপরিসীম।এটা আপনার মতো একজন সুযোগ্য ব্যক্তির অজানা নয়। আমরা শিক্ষা সফরে কক্সবাজার যেতে চাই। সেখানে শিক্ষণীয় অনেক কিছু রয়েছে। শিক্ষাসফরে আমরা দুই দিন কাটাবো। এ দুই দিন আমাদের পঞ্চাশজন ছাত্র ছাত্রীর প্রায় পঞ্চাশ হাজার টাকা লাগবে। এ সম্পূর্ণ টাকা আমাদের পক্ষে একা বহন করা সম্ভব নয়। এ ব্যাপারে আপনার সাহায্য ও সহানুভূতি কামনা করছি। আপনার অনুমতি পেলে আমরা এ টাকার অর্ধেক বহন করতে প্রস্তত আছি।

অতএব, বিনীত প্রার্থনা, শিক্ষাসফরের গুরুত্ব ও প্রয়োজনীয়তা উপলব্ধি করে আমাদেরকে শিক্ষাসফরে যাবার অনুমতি দানে বাধিত করবেন ।

বিনীত  নিবেদক,

আপনার একান্ত অনুগত ,

দশম শ্রেণির মানবিক বিভাগের ছাত্র ছাত্রীদের পক্ষে,

মো.বিল্লাল হোসেন

About studynotebd

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *