ক্রোধ মানুষের পরম শত্রু সারাংশ

ক্রোধ মানুষের পরম শত্রু। ক্রোধ মানুষের মনুষ্যত্ব নাশ করে। যে লোমহর্ষক কান্ডগুলি পৃথিবীকে নরকে পরিণত করিয়াছে, তাহার মূলেও রহুয়াছে ক্রোধ।ক্রোধ যে মানুষকে পশুভাবাপন্ন করে,তাহা একবার ক্রুদ্ধ ব্যক্তির মুখের প্রতি দৃষ্টিপাত করিলেই স্পষ্ট প্রতীয়মান হয়। যে ব্যক্তির মুখখানা সর্বদা হাসিমাখা, উদারতায় পরিপূর্ণ, দেখিলেই তোমার মনে আনন্দ ধরে না, একবার ক্রোধের সময় সেই মুখখানির দিকে তাকাইও; দেখিবে, সে স্বর্গের সুষমা আর নাই নরকাকাগ্নিতে বিকট রুপ ধারণ করিয়াছে।সমস্ত মুখ কি এক কালিমায় ঢাকিয়া গিয়াছে। তখন তাহাকে আলিঙ্গন করা দূরে থাকুক, তাহার নিকটে যাইতেইও ইচ্ছা হয় না।সুন্দরকে মুহূর্তের মধ্যে কুৎসিত করিতে অন্য কোন রিপু ক্রোধের ন্যায় কৃতকার্য হয় না।

সারাংশঃ ক্রোধ মানুষের সর্বাপেক্ষা রড় রিপু। এটা মানুষের মনুষ্যত্ব হরণ করে তার হাসিমাখা রমনীয় ও কমনীয় মুখখানিকে নরকের কালিমায় ঢেকে দেয়। মুহূর্তের মধ্যে সুন্দর মুখখানা ধারণ করে এক বিকট রুপ। তখন সে যে কোনো লোমহর্ষক কান্ড ঘটাতে দ্বিধাবোধ করে না।

 

About studynotebd

Check Also

সারাংশ তুমি জীবনকে সার্থক-সুন্দর করিতে চাও?

তুমি জীবনকে সার্থক ও সুন্দর করিতে চাও?ভালো সে জন্য তোমাকে প্রাণান্ত পরিশ্রম করিতে হইবে।মহৎ কিছু …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *