সারাংশ তুমি জীবনকে সার্থক-সুন্দর করিতে চাও?

তুমি জীবনকে সার্থক ও সুন্দর করিতে চাও?ভালো সে জন্য তোমাকে প্রাণান্ত পরিশ্রম করিতে হইবে।মহৎ কিছু লাভ করিতে হইলে কঠোর সাধনার দরকার। তোমাকে অনেক দুঃখ সহ্য করিতে হইবে। অনেক বিপদ -আপদের সম্মুখীন হইতে হইবে। এইসব তুচ্ছ করিয়া যদি তুমি লক্ষ্যের দিকে ক্রমাগত অগ্রসর হইতে পার তবে তোমার জীবন সুন্দর হইবে।আরি আছে, তোমার ভিতরে এক”আমি আছে। সে বড় দুরন্ত। তাহার স্বভাব পশুর মতো বর্বর ও উশৃঙ্খল। সে কেবল ভোগ বিলাস চায়, সে বড় লোভী। এই ‘আমি’ জয় করিতে হইবে। তবেই তোমার জীবন সুন্দর ও সার্থক হইয়া উঠিবে।

সারাংশঃ জীবনকে সুন্দর ও সার্থক করতে হলে কঠোর পরিশ্রম করতে হবে। জীবন পথে নানাবিধ বাধা-বিপত্তি আছে। বহু ত্যাগ ও তিতিক্ষার মাধ্যমে এসব বাধা – বিপত্তি অতিক্রম করে লক্ষ্য অর্জন করতে হবে। তাছাড়া মানুষের লোভও ভালো কাজের বাঁধা। এ লোভ লালসাকে জয় করতে পারলে জীবন সুন্দর ও সার্থক হয়ে ওঠে।

About studynotebd

Check Also

আত্মশক্তি অর্জনই শিক্ষার উদ্দেশ্য

আত্মশক্তি অর্জনই শিক্ষার উদ্দেশ্য মূলভাবঃ আত্মশক্তি মানুষের একটি মহৎ গুণ। এর অভাবে মানুষ পরনির্ভরশীল হয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *