সরকারি চাকরিতে কাজী নজরুল ইসলাম এর জীবনির প্রশ্ন-উত্তর
- প্রশ্নঃ- কাজী নজরুলের জন্ম কত সনে –
উত্তরঃ ১৮৯৯ সালে
2.প্রশ্নঃ- বিদ্রোহী কবি কাজী নজরুলের বাংলা জন্ম সাল ?
উত্তরঃ ১৩০৬ সালে
3.প্রশ্নঃ- কাজী নজরুলের জন্মস্থান কোথায় –
উত্তরঃ বর্ধমান
4.প্রশ্নঃ- কাজী নজরুলের জীবন কাল কত?
উত্তরঃ১৮৯৯-১৯৭৬
5.প্রশ্নঃ- কবি কাজী নজরুলের কবর কোথায় অবস্হি?
উত্তরঃ ঢাকা বিশ্ববিদ্যালের পাশে
6.প্রশ্নঃ- কাজী নজরুল ইসলাম প্রথম কবে ঢাকায় আসেন?
উত্তরঃ ১৯২৬ সালে
7.প্রশ্নঃ- কজী নজরুল ইসলামকে কোন সালে ভারত থেকে স্থায়ীভাবে বাংলাদেশে আনা হয়?
উত্তরঃ ১৯৭২সালে
8.প্রশ্নঃ- ঢাকা বিশ্ববিদ্যাল কাজী নজরুল ইসলামে কত সালে ডক্টরেট ডিগ্রি প্রদান করে-
উত্তরঃ ১৯৭৪ সালে
9.প্রশ্নঃ- ধূমকেতু কোন কবির ছদ্মনাম?
উত্তরঃ কাজী নজরুল ইসলাম
10.প্রশ্নঃ- কাজী নজরুল ইসলাম কোন সালে সাহিত্যে একুশে পদক পান?
উত্তরঃ ১৯৭৬ সালে
11.প্রশ্নঃ- বাংলাদেশের রণ সংগীতের৷ রচয়িতা কে?
উত্তরঃ কাজী নজরুল ইসলাম
12.প্রশ্নঃ- কজী নজরুলের ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি-
উত্তরঃ অগ্নিবীণা
13.প্রশ্নঃ- কজী নজরুল ইসললামের অগ্নিবীণা কাব্যগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়-
উত্তরঃ ১৯২২ সালে
14.প্রশ্নঃ- অগ্নিবীণা কে রচনা করেছেন?
উত্তরঃ কাজী নজরুল ইসলাম
15.প্রশ্নঃ- অগ্নিবীণা কাব্যের কবিতা সংখ্যা কত?
উত্তর: ১২
16.প্রশ্নঃ- অগ্নিবীণা কাব্যগ্রন্থে সংকলিত প্রথম কবিতা কোনটি
উত্তরঃ প্রলয়োল্লাস
17.প্রশ্নঃ- বিদ্রোহী কবিতাটি কাজী নজরুল ইসলালমের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
উত্তরঃ অগ্নিবীণা
18. প্রশ্নঃ- সরকারের কর্তৃক বাজেয়াপ্ত হওয়া নজরুলের একটি কাব্যগ্রন্থ-
উত্তর- প্রলয়শিখা
19.প্রশ্নঃ- কোন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্য নিষিদ্ধ হয়?
উত্তরঃ রক্তম্বরধারিনী মা
20. প্রশ্নঃ-কাজী নজরুলের প্রেমের কাব্য কোনট?
উত্তর: দোলন চাঁপা
21.প্রশ্নঃ- কোনটি কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ?
উত্তর: বিষের বাঁশি
22. প্রশ্নঃ-ফণীমনসা কাব্যের রচয়িতা ক?
উত্তরঃ কাজী নজরুল ইসলাম
23.প্রশ্নঃ- চক্ৰবাক গ্রন্থটির রচয়ীতা ক?
উত্তরঃ কাজী নজরুল ইসলাম
24. প্রশ্নঃ-সর্বহারা কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
উত্তরঃ কাজী নজরুল ইসলাম
25.প্রশ্নঃ- কোনটি নজরুল ইসলামের কাব্যগ্রন্থ?
উত্তরঃ ছয়ানট
26. প্রশ্নঃ-কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতার নাম কী?
উত্তরঃ মুক্তি
27.প্রশ্নঃ- কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা কোনট?
উত্তরঃ বাউণ্ডেলের আত্নকাহিনী
28.প্রশ্নঃ- হাসি ওব্যাঙ্গের নজরুল কাব্য কোনটি-
উত্তর: চন্দ্রবিন্দু
29.প্রশ্নঃ- দোলন চাপা কাব্য গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর: কাজী নজরুল ইসলাম
30.প্রশ্নঃ- বিষের বাশি কে রচনা করেন?
উত্তরঃ কাজী নজরুল ইসলাম
31. প্রশ্নঃ-সঞ্চিতা কোন কবির কাব্য সংকলন?
উত্তরঃকাজী নজরুল ইসলাম
32. প্রশ্নঃ-কবি কজী নজরুল ইসলাম সঞ্চিতা কাব্যটি কাকে উৎসর্গ করেছিলেন?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর