কোথায় স্বর্গ, কোথায় নরক, কে বলে তা বহু দূর?
মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতেই সুরাসুর।
রিপুর তাড়নে যখনি মোদের বিবেক পায়গো লয়,
আত্নাগ্লানির নরক অনলে তখনি পুড়িতে হয়।
প্রীতি ওপ্রেমের পুণ্য বাঁধনে যবে মিলি পরস্পরে,
স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদেরই কুঁড়ে ঘরে।
সারমর্ম: মানুষের মাঝেই স্বর্গ ও নরক বিরাজমান।কর্মফলের মাধ্যমেই মানুষ স্বর্গের সুধা ও নরকের যন্তণা ভোগ করে থাকে। বিবেক বোধ বিসর্জন দিয়ে অন্যায় ও অপকর্মে লিপ্ত হবার পর যখন মানুষ তার ভুল বুঝতে পারে, তখনই সে নরক যন্তণা অনুভব করে।আবার যখন পরস্পর ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয় তখন সে অনুভব করে স্বর্গীয় আনন্দ।