বৃক্ষরোপণ অনুচ্ছেদ | অনুচ্ছেদ বৃক্ষরোপণ

অনুচ্ছেদ: বৃক্ষরোপণ

বৃক্ষরোপণ বলতে বোঝায় বেশি বেশি গাছ লাগানো। জীবনের জন্য গাছ খুবই পুরুত্বপূর্ণ। গাছ তথা বৃক্ষ ছাড়া আমাদের অস্তুিত্ব অকল্পনীয়। আমাদের দৈনন্দৈন জীবনে গাছ নানাভাবে ব্যবহৃ হয়। বাঁচার জন্য আমাদের অক্সিজেন প্রয়োজন। গাছ আমাদেরকে এ অক্সিজেন পাই।এটি আমাদেরকে খাদ্য ও ফল দেয়। ফল থেকে আমরা খাদ্যপ্রাণ পাই। গাছ থেকে আমরা কাঠ পাই।এ কাঠ দিয়ে আমরা ঘর বাড়ি, আসবাবপত্র, নৌকা, লঞ্চ, জহাজ ইত্যাদি তৈরি করে থাকি।যদি নদী ও সমুদ্র তীরে গাছ রোপণ করা হয় তবে ভূমিক্ষয় রোধ করা যেতে পারে। এটি পরিবেশের ভারসাম্য রক্ষায় সহায়তা করে।গাছ ছাড়া দেশ মরুভূমিতে পরিণত হয়। গাছের পাতা, মূল এবং ছাল থেকে অনেক প্রকার ওষুধ তৈরি হয়। কিন্তুু আমাদের দেশের মোট আয়তনের তুলনায় গাছপালা এবং বনভূমি অপর্যাপ্ত। অধিকন্তুু, কিছু কুচক্রী লোক নিজেদের হীন স্বার্থ সিদ্ধির জন্য গাছপালা কেটে বন – জঙ্গল উজাড় করে ফেলছপ। এই ধ্বংস আমাদের পরিবেশের ভারসাম্য বিনষ্ট করছে। আর পরিবেশের ভারসাম্য বিনষ্ট হলে আমাদের মতো পরভোজী প্রাণীগুলো ধীরে ধীরে বিলীন হয়ে যাবে। তাই পরিবেশের সংরক্ষণের জন্য আমাদের বেশি বেশি গাছ লাগানো উচিত। জনসাধারণের বৃক্ষরোপণে উৎসাহিত করার জন্য সরকারের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা উচিত।আশার কথা যে, বিভিন্ন দাতা সংস্থার সহযোগিতায় সরকার প্রতিবছর বৃক্ষরোপণ অভিযান চালিয়ে যাচ্ছে।সরকারের সাথে আমাদেরকেও বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতন হতে হবে।

About studynotebd

Check Also

সারমর্ম ক্ষমা যেথা ক্ষীণ দুর্বলতা

ক্ষমা যেথা ক্ষীণ দুর্বলতা, হেরুদ্র নিষ্ঠুর যেন হতে পারি তথা। তোমার আদেশে, যেন রসনায় মম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *