পরের মুখে শেখা বলি পাখির মত কেন বলিস?
পরের ভঙ্গি নকল করে নটের মত কেন চলিস?
তোর নিজস্ব সর্বাঙ্গে তোর দিলেন বিধাতা আপন হাতে,
মুছে সেটুকু বাজে হলি, গৌরব কিছু বাড়ল তাতে?
আপনারে যে ভেঙ্গে চুরে গড়তে চায় পরের ছাঁচে,
অলীক, ফাঁকি, মেকি সে জন, নামটা তার কদিন বাঁচে?
পরের চুরি ছেড়ে দিয়ে আপন মঝে ডুবে যারে,
খাঁটি ধন যা সেথায় পাবি, আর কোথাও পাবি নারে।
সারমর্মঃ পরের অনুকরণেরল মধ্যে জীবনের কোন সার্থকতাল নেই।এতে নিজের সঠিক পরিচয় লোপ পায়, সৃজনশীলতা নষ্ট হয় এবং হয়ে উঠে গৌরবহীন। তাই অপকে অনুকরণ না করে নিজের ক্ষমতা ও প্রতিভার যথাযথ বিকাশ ঘটাতে হবে। তাহলেই প্রকাশ পাবে জীবনের সঠিক পরিচয়।