46 bcs peli question || 46 bcs 2024

সাধারণ জ্ঞান

২৬.কোন দিনটি বিশ্ব শরণার্থী দিবস হিসেবে পালিত হয়?
ক) ৫ জুন
খ) ২০ জুন
গ) ১০ জুন
ঘ) ২৫ জুন
উত্তর : ২০ জুন
২৭.জাতিসংঘ মাদক ও অপরাধ সংক্রান্ত সংস্থা UNODC-র প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
ক) রোম
খ) পিটসবার্গ
গ) ভিয়েনা
ঘ) জেনেভা
উত্তর : ভিয়েনা
২৮.বাংলাদেশ ভারত স্থল সীমান্ত সম্পর্কিত প্রটোকলটি কত সালে স্বাক্ষরিত হয়?
ক) ১৯৭৪
খ) ২০১১
গ) ২০১৫
ঘ) ২০১৩
উত্তর : ১৯৭৪
২৯.আলেপ্পো শহরটি কোন দেশে অবস্থিত?
ক) ইরান
খ) জর্ডান
গ) ইরাক
ঘ) সিরিয়া
উত্তর : 
৩০.উন্নয়নশীল দেশসমূহের বৈশ্বিক জোট জি৭৭’ এর বর্তমান সদস্য সংখ্যা কত?
ক) 
খ) ১২৫
গ) ১১৫
ঘ) ১৩৫
উত্তর : ১৩৪
৩১.”২০৩০ সালের মধ্যে বিশ্বের দরিদ্র নারী, পুরুষ ও শিশুর সংখ্যা অর্ধেক নামিয়ে আনতে হবে” এটি টেকসই উন্নয়ন লক্ষমাত্রায় কোন অভীষ্ট লক্ষ্য?
ক) টার্গেট ১.১
খ) টার্গেট ১.৩
গ) টার্গেট ১.২
ঘ) টার্গেট ১.৪
উত্তর : টার্গেট ১.২
৩২.বৈশ্বিক উন্নয়ন উদ্যোক্তা এর প্রস্তাবক হচ্ছে-
ক) চীন
খ) ডেনমার্ক
গ) সুইডেন
ঘ) জাপান
উত্তর : চীন
৩৩.বাংলাদেশ কত সালে আন্তর্জাতিক শ্রম সংস্থার সদস্যপদ লাভ করে?
ক) ১৯৭২
খ) ১৯৭৪
গ)
ঘ) ১৯৭৫
উত্তর : ১৯৭২
৩৪.বাংলাদেশের অভিবাসী নারী শ্রমিকদের সর্বাধিক গন্তব্যস্থল –
ক) সৌদি আরব
খ) ওমান
গ) কুয়েত
ঘ)
উত্তর : সৌদি আরব
৩৫.কপ ২৮ সম্মেলনটি কী সম্পর্কিত?
ক) শরণার্থীর অধিকার
খ) সমুদ্র সীমানা
গ) জ্বালানি নিরাপত্তা
ঘ) জলবায়ু পরিবর্তন
উত্তর : জলবায়ু পরিবর্তন
৩৬.বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক ২০২৩ অনুযায়ী কোন দেশটি সবচেয়ে বেশি সন্ত্রাসবাদের ঝুঁকির মধ্যে?
ক) আফগানিস্তান
খ) মায়ানমার
গ) পেরু
ঘ) মালি
উত্তর : আফগানিস্তান
৩৭.বৈশিক শান্তিসূচক ২০২৩ অনুযায়ী বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হলো-
ক) আইসল্যান্ড
খ) সিংগাপুর
গ)
ঘ)
উত্তর : আইসল্যান্ড
৩৮.বার বিধি’ (The Twelve Tables) কী?
ক) ফুটবল খেলার নিয়মাবলি
খ) রোমান আইনের ভিত্তি
গ) স্থাপত্যের ১২টি নির্দেশনা
ঘ) স্থানীয়/দেশি খেলা
উত্তর : রোমান আইনের ভিত্তি
৩৯.সিয়াচেন হিমবার (Siachen Glaciar) কোন দুইটি দেশের মধ্যে অবস্থিত?
ক) পাকিস্তান’ ও চীন
খ) ভারত ও চীন
গ) নেপাল ও চীন
ঘ) ভারত ও পাকিস্তান
উত্তর : ভারত ও পাকিস্তান
৪০.টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (SDG) চতুর্থ লক্ষ্যমাত্রা কোনটি
ক) দারিদ্র বিমোচন
খ) জলবায়ু কার্যক্রম
গ) মানসম্মত শিক্ষা
ঘ) শান্তি, ন্যায়বিচার ও কার্যকর প্রতিষ্ঠান
উত্তর : মানসম্মত শিক্ষা
৪১.জৈব নিরাপত্তা বিষয়ক (Biosafety to the Convention on Biological Diversity) হচ্ছে-
ক) কার্টাগোনা প্রটোকল
খ) কিয়াটো প্রটোকল
গ) মন্ট্রিল প্রটোকল
ঘ) প্যারিস চুক্তি
উত্তর : কার্টাগোনা প্রটোকল
৪২.’Friday For Future’ কোন ধরনের আন্দোলন?
ক) শান্তিবাদী আন্দোলন
খ) ধর্মীয় আন্দোলন
গ) পরিবেশবাদী আন্দোলন
ঘ) গণতান্ত্রিক আন্দোলন
উত্তর : পরিবেশবাদী আন্দোলন
৪৩.আন্তর্জাতিক আদালতের (International Court of Justice) সভাপতির মেয়াদ কত বৎসর?
ক) ৬ বৎসর
খ) ২ বৎসর
গ) ৩ বৎসর
ঘ) ৯ বৎসর
উত্তর : ৩ বৎসর
৪৪.উত্তর আটলান্টিক চুক্তির কত নম্বর ধারায় যৌথ নিরাপত্তার ধারণাটি ব্যক্ত হয়েছে?
ক) আর্টিকেল ২
খ) আর্টিকেল ৪
গ) আর্টিকেল ৩
ঘ) আর্টিকেল ৫
উত্তর : আর্টিকেল ৫
৪৫.আন্তর্জাতিক সম্পর্কের কোন তত্ত্বটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কার্যকরী ভূমিকার বিষয়ে ইতিবাচক ধারণা প্রদান করে?
ক) উদারবাদ
খ) মার্ক্সবাদ
গ) বাস্তববাদ
ঘ) কোনোটিই নয়
উত্তর : উদারবাদ
৪৬.হিলি স্থল বন্দরটি বাংলাদেশের কোথায় অবস্থিত?
ক) বিরামপুর, দিনাজপুর
খ) হাকিমপুর, দিনাজপুর
গ) ঘোড়াঘাট, দিনাজপুর
ঘ)
উত্তর : হাকিমপুর, দিনাজপুর
৪৭.ঢাকা থেকে পূর্বদিকে অবস্থিত একটি স্থানের সাথে দ্রাঘিমার পার্থক্য ৪৫∘। ঢাকার সময় মধ্যাহ্ন ১২:০০ টা হলে ঐ স্থানটির স্থানীয় সময় হবে-
ক) সকাল ০৯:০০ টা
খ) সন্ধ্যা ০৬:০০ টা
গ) রাত ০৯:০০ টা
ঘ) বিকাল ০৩:০০ টা
উত্তর : বিকাল ০৩:০০ টা
৪৮.কোন দুটি প্লেটের সংযোগস্থল বরাবর মাউন্ট এভারেস্ট অবস্থিত?
ক) ইন্ডিয়ান ও ইউরেশিয়ান
খ) ইন্ডিয়ান ও বার্মিজ
গ) বার্মিজ ও ইউরেশিয়ান
ঘ) ইন্ডিয়ান ও আফ্রিকান
উত্তর : ইন্ডিয়ান ও ইউরেশিয়ান
৪৯.উচ্চতা বৃদ্ধির সাথে ট্রপোমন্ডলে বায়ুর ক্রমহ্রাসমান তাপমাত্রা হল – 
ক) ৫.৫° সেলসিয়াস/কিলোমিটার
খ) ৭.৫° সেলসিয়াস/কিলোমিটার
গ)
ঘ) ৬.৫° সেলসিয়াস/কিলোমিটার
উত্তর : ৬.৫° সেলসিয়াস/কিলোমিটার
৫০.দুবাইয়ে অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু বিষয়ক সম্মেলনে (কপ-২৮) মূল ফোকাস ছিল-
ক) জীবাশ্ম জ্বালানির ব্যবহার পর্যায়ক্রমে হ্রাসকরণ
খ) ওজোনস্তর ক্ষয় নিয়ন্ত্রণ বিষয়ক
গ)
ঘ) জীববৈচিত্র্য সংরক্ষণ বিষয়ক
উত্তর : জীবাশ্ম জ্বালানির ব্যবহার পর্যায়ক্রমে হ্রাসকরণ

About studynotebd

Check Also

নবম শ্রেণীর ইংরেজি সমাধান প্রথম অধ্যায় ১.১.১, ১.২.১ | Class 9 english opinion matters Unit - 1,Lesson : 1.1.1,1.2.1 Solution 2024

নবম শ্রেণীর ইংরেজি সমাধান প্রথম অধ্যায় ১.১.১, ১.২.১ | Class 9 english opinion matters Unit – 1,Lesson : 1.1.1,1.2.1 Solution 2024

নবম শ্রেণীর ইংরেজি সমাধান প্রথম অধ্যায় ১.১.১, ১.২.১ | Class 9 english opinion matters Unit …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *