সাধারণ জ্ঞান
৫১.নিরক্ষীয় তল থেকে উত্তর মেরুর কৌণিক দূরত্ব বা উৎপন্ন কোণ কত?
ক) ১৮০°
খ) ৯০°
গ)
ঘ)
উত্তর : ৯০°
৫২.জাপানিজ শব্দ ‘সুনামি’ এর অর্থ কী?
ক) জলোচ্ছাস
খ) বিশালাকৃতির ঢেউ
গ)
ঘ) পোতাশ্রয়ের ঢেউ
উত্তর : পোতাশ্রয়ের ঢেউ
৫৩.বৈশ্বিক উষ্ণায়নের জন্য ঝুঁকিপূর্ণ নয় কোনটি?
ক) মরুকরণ
খ) সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি
গ)
ঘ) ভূমিকম্প
উত্তর : ভূমিকম্প
৫৪.বন্যা নিয়ন্ত্রণে সাধারণ ব্যবস্থাপনার অন্তর্ভুক্ত নয় কোনটি?
ক) নদী খননের মাধ্যমে পানি পরিবহন সক্ষমতা বৃদ্ধি করা
খ) নদীর দুই তীরে বনাঞ্চল সৃষ্টি করা
গ) নদী শাসন ব্যবস্থা সুনিশ্চিত করা
ঘ)
উত্তর : নদী খননের মাধ্যমে পানি পরিবহন সক্ষমতা বৃদ্ধি করা
৫৫.নিচের কোনটি কৃষি-আবহাওয়াজনিত আপদ (Hazard)?
ক) ভূমিকম্প
খ) সুনামি
গ)
ঘ)
উত্তর :
৫৬.পাহাড়পুরের ‘সোমপুর মহাবিহার’ বাংলার কোন শাসন আমূলের স্থাপত্য কীর্তির নিদর্শন?
ক) গুপ্ত
খ) মৌর্য
গ)
ঘ) চন্দ্র
উত্তর :
৫৭.মুজিবনগর সরকারকে গার্ড অব অনার নেতৃত্ব দেন কে?
ক) মাহবুব উদ্দিন আহমেদ
খ) মোহাম্মদ সোলায়মান
গ)
ঘ) শৈলেন্দ্র কিশোর চৌধুরী
উত্তর : মাহবুব উদ্দিন আহমেদ
৫৮.ঐতিহাসিক ৬-দফা দাবিতে কোন দু’টি বিষয় কেন্দ্রিয় সরকারের হাতে রাখার প্রস্তাব ছিল?
ক) বৈদেশিক বাণিজ্য ও প্রতিরক্ষা
খ) স্বরাষ্ট্র ও পরিকল্পনা
গ)
ঘ) প্রতিরক্ষা ও পররাষ্ট্র
উত্তর : প্রতিরক্ষা ও পররাষ্ট্র
৫৯.বাংলার প্রাচীন জনপথ হরিকেল-এর বর্তমান নাম কী
ক) সিলেট ও চট্টগ্রাম
খ) কুমিল্লা ও নোয়াখালী
গ) ঢাকা ও ময়মনসিংহ
ঘ) রাজশাহী ও রংপুর
উত্তর : সিলেট ও চট্টগ্রাম
৬০.বাংলাদেশের কোন বিভাগে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম?
ক) সিলেট
খ)
গ) বরিশাল
ঘ)
উত্তর : বরিশাল
৬১.ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ কোন মন্ত্রণালয়ের আওতাভুক্ত?
ক) পরিকল্পনা
খ) বাণিজ্য
গ)
ঘ)
উত্তর : বাণিজ্য
৬২.বাংলাদেশ সরকার কোন উৎস থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে?
ক) আয়কর
খ) ভূমি রাজস্ব
গ)
ঘ)
উত্তর :
৬৩.মারমাদের সবচেয়ে বড় উৎসবের নাম কী?
ক) বিজু
খ) সাংগ্রাই
গ)
ঘ) বাইশু
উত্তর : সাংগ্রাই
৬৪.বিশ্বকাপ ক্রিকেট ২০২৩-এ বাংলাদেশের কোন খেলোয়াড় সর্বোচ্চ রান করেন?
ক) লিটন দাস
খ) সাকিব আল হাসান
গ) মুশফিকুর রহিম
ঘ) মাহমুদুল্লাহ রিয়াদ
উত্তর : মাহমুদুল্লাহ রিয়াদ
৬৫.বাংলাদেশের পররাষ্ট্র নীতি সংক্রান্ত নির্দেশনা সংবিধানের কত অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে?
ক) ২৫
খ) ২৭
গ) ২৬
ঘ) ২৮
উত্তর : ২৫
৬৬.মাতৃপ্রধান পরিবার ব্যবস্থার প্রচলন কোন জাতীসত্ত্বায় রয়েছে?
ক) গারো
খ) মনিপুরি
গ) সাওতাল
ঘ)
উত্তর : গারো
৬৭.অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের কোন অংশের কর্মকর্তা?
ক) প্রধানমন্ত্রীর কার্যালয়
খ) নির্বাহী বিভাগ
গ)
ঘ)
উত্তর : নির্বাহী বিভাগ
৬৮.বাংলাদেশে কোন নদী কার্পজাতীয় মাছের রেণুর প্রধান উৎস?
ক) সালদা
খ) পদ্মা
গ)
ঘ)
উত্তর :
৬৯.ব-দ্বীপ পরিকল্পনা ২১০০-এ কয়টি ভৌগোলিক হটস্পট নির্ধারণ করা হয়েছে
ক) ৬
খ) ৮
গ) ৭
ঘ) ৯
উত্তর : ৬
৬৯.বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র নারী সদস্য কে ছিলেন?
ক) সাজেদা চৌধুরী
খ) রাফিয়া আক্তার ডলি
গ)
ঘ) রাজিয়া বানু
উত্তর : রাজিয়া বানু
৭০.কৃষ্ণগহ্বর নিয়ে কোন বাঙালি বিজ্ঞানী গবেষণা করেছেন?
ক) কুদরত-ই-খুদা
খ) জামাল নজরুল ইসলাম
গ) কাজী মোতাহার হোসেন
ঘ) আব্দুল মতিন চৌধুরী
উত্তর : জামাল নজরুল ইসলাম
৭১.কোন ক্ষেত্রে অবদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৬ সালে প্ল্যানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন পদক পান?
ক) মানবাধিকার
খ) শিশু মৃত্যুহার হ্রাস
গ) নারীর ক্ষমতায়ন
ঘ) মাতৃ মৃত্যুহার হ্রাস
উত্তর : নারীর ক্ষমতায়ন
৭২.বাংলাদেশের ২য় প্রেক্ষিত পরিকল্পনার মেয়াদ কবে শেষ হবে?
ক) ২০৩১
খ) ২০৪১
গ) ২০৩৫
ঘ) ২০৪৫
উত্তর : ২০৪১
৭৩.২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশ কোন্ দেশ থেকে পণ্য রপ্তানি বাবদ সবচেয়ে বেশি আয় করেছে?
ক) যুক্তরাষ্ট্র
খ) জার্মানী
গ) যুক্তরাজ্য
ঘ)
উত্তর : যুক্তরাষ্ট্র
৭৪.বাংলাদেশের নবীনতম নদী কোনটি?
ক) পদ্মা
খ) জিঞ্জিরাম
গ) যমুনা
ঘ) মেঘনা
উত্তর : যমুনা
৭৫.’মুজিব : একটি জাতির রূপকার’ চলচ্চিত্রের পরিচালক কে?
ক) গুরু দত্ত
খ) শ্যাম বেনেগাল
গ) শিবু সিরিল
ঘ) বিশাল ভরদ্বাজ
উত্তর : শ্যাম বেনেগাল
৭৬.বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদে ১৯৭৪ সালের কোন মাসে বাংলায় বক্তৃতা দেন?
ক) সেপ্টেম্বর
খ) নভেম্বর
গ)
ঘ) ডিসেম্বর
উত্তর : সেপ্টেম্বর
৭৭.The Foreshadowing of Bangladesh গবেষণা গ্রন্থটির লেখক কে?
ক) রেহমান সোবহান
খ) নুরুল ইসলাম
গ)
ঘ) হারুন-অর-রশিদ
উত্তর : হারুন-অর-রশিদ
৭৮.বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে?
ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
খ) তাজউদ্দীন আহমেদ
গ) সৈয়দ নজরুল ইসলাম
ঘ) বিচারপতি আবু সাঈদ চৌধুরী
উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
৭৯.দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতির হার কত শতাংশ ছিল?
ক) ৪০.৮
খ)
গ) ৮১.৬
ঘ)
উত্তর :
৮০.বাংলাদেশ সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ দেন?
ক) ৯৫
খ)
গ) ৯৭
ঘ)
উত্তর : ৯৫
৮১.১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কতটি আসনে জয়লাভ করেছিল?
ক) ২১৯
খ) ২২৩
গ) ২২১
ঘ)
উত্তর : ২২৩
৮২.বাংলাদেশ সর্বাধিক জনশক্তি রপ্তানি করে কোন দেশে?
ক) সংযুক্ত আরব আমিরাত
খ) কুয়েত
গ)
ঘ)
উত্তর :
৮৩.কতজন নারী ২০২৩ সালে বেগম রোকেয়া পদক পেয়েছেন?
ক) ৩
খ) ৫
গ) ৬
ঘ) ৪
উত্তর : ৫
৮৪.বাংলাদেশ প্রথম ওয়ানডে এবং টেস্ট সিরিজ জয় করে কোন দেশের বিপক্ষে?
ক) পাকিস্তান
খ) ভারত
গ) দক্ষিণ আফ্রিকা
ঘ) জিম্বাবুয়ে
উত্তর : জিম্বাবুয়ে