A Friend in Need is a Friend Indeed Completing Story

A Friend in Need is a Friend Indeed Completing Story

 

Once, two friends lived in a village. They were very close, and everyone admired their friendship. One day, they went for a walk in a big forest. While walking, they suddenly saw a bear coming towards them. Both friends were very scared.

One friend knew how to climb trees, so he quickly climbed up a tree to save himself. He didn’t think about his friend who couldn’t climb.

The friend left behind felt sad, but he didn’t give up. He remembered that bears don’t touch people who look dead. So, he lay down on the ground and stayed still, pretending to be dead. The bear came close, sniffed him, and then walked away, thinking he was dead.

After the bear left, the friend who had climbed the tree came down. He asked, What did the bear say in your ear? The other friend replied that the bear had told me that a true friend doesn’t run away in times of danger. This story teaches us that a real friend helps you most when you need them.

 

A Friend in Need is a Friend Indeed Completing Story Bangla

এক সময় দুই বন্ধু এক গ্রামে থাকতো। তারা একে অপরকে খুব ভালোবাসতো, আর গ্রামের সবাই তাদের বন্ধুত্বের প্রশংসা করতো। একদিন তারা হাঁটতে হাঁটতে একটি বড় জঙ্গলে গেলো। হাঁটার সময় হঠাৎ তারা দেখলো, একটা ভাল্লুক তাদের দিকে আসছে। দুজনেই খুব ভয় পেয়ে গেলো।

এক বন্ধু গাছে উঠতে জানতো, তাই সে দ্রুত গাছে উঠে গেলো নিজের প্রাণ বাঁচাতে। সে তার বন্ধুর কথা একবারও ভাবলো না, যে গাছে উঠতে পারে না।

গাছে উঠতে না পারা বন্ধু খুবই কষ্ট পেলো, কিন্তু সে আশা হারায়নি। সে মনে করলো যে, ভাল্লুক নাকি মৃত মানুষের গায়ে হাত দেয় না। তাই সে মাটিতে শুয়ে পড়লো এবং নিঃশ্বাস বন্ধ করে থাকলো, মৃতের মতো ভান করে। ভাল্লুকটি তার কাছে এল, তাকে ঘ্রাণ নিলো, তারপর মনে করে সে মারা গেছে, চলে গেলো।

ভাল্লুকটি চলে যাওয়ার পর, যে বন্ধু গাছে উঠেছিলো, সে নেমে এলো। সে এসে জিজ্ঞেস করলো, ভাল্লুক তোমার কানে কি বললো?

অন্য বন্ধু উত্তর দিলো, ভাল্লুক বললো, সত্যিকারের বন্ধু বিপদের সময় ফেলে চলে যায় না। এই গল্পটি আমাদের শেখায়, আসল বন্ধু সেই, যে তোমার সবচেয়ে প্রয়োজনের সময় তোমাকে সাহায্য করে।

About studynotebd

Check Also

নবম শ্রেণীর ইংরেজি সমাধান প্রথম অধ্যায় ১.১.১, ১.২.১ | Class 9 english opinion matters Unit - 1,Lesson : 1.1.1,1.2.1 Solution 2024

নবম শ্রেণীর ইংরেজি সমাধান প্রথম অধ্যায় ১.১.১, ১.২.১ | Class 9 english opinion matters Unit – 1,Lesson : 1.1.1,1.2.1 Solution 2024

নবম শ্রেণীর ইংরেজি সমাধান প্রথম অধ্যায় ১.১.১, ১.২.১ | Class 9 english opinion matters Unit …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *