সারাংশ আজকের দুনিয়াটা আশ্চার্যভাবে অর্থের বা বিত্তের উপরে নির্ভরশীল

আজকের দুনিয়াটা আশ্চার্যভাবে অর্থের বা বিত্তের উপরে নির্ভরশীল।লাভ ও লোভের দুর্নিবার গতি কেবল আগে যাবার নেশায় লক্ষ্যহীন প্রচন্ড বেগে শুধুই আত্ম বিবাশের মনুষ্যত্ব কতাটাই হয়ত লোপ পেয়ে যাবে। মানুষের জীবন আজ এমন এক পর্যায়ে এসে পৌছিছে, যেখান থেকে আর হয়ত নামবার উপায় নেই। এবার উঠবার সিঁরিটা না খুঁজলেই নয়।

 

সারাংশঃ আজকের বিশ্বে অর্থের গুরুত্ব বেশি বলে মানুষ লোভের বশে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। এতে মনুষ্যত্ব বিসর্জনের সম্ভাবনা দেখা দিয়েছে।।মানুষের অধঃপতনের এটাই শেষ ধাপ, এখান থেকে অবশ্যই উদ্ধার পেতে হবে।

About studynotebd

Check Also

বৃক্ষরোপণ অনুচ্ছেদ | অনুচ্ছেদ বৃক্ষরোপণ

অনুচ্ছেদ: বৃক্ষরোপণ বৃক্ষরোপণ বলতে বোঝায় বেশি বেশি গাছ লাগানো। জীবনের জন্য গাছ খুবই পুরুত্বপূর্ণ। গাছ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *