তোমারি ক্রোড়েতে মম পিতামহগণ
নিদ্রিত আছেন সুখে জীবলীলাশেষে,
তাদের ঘোষিত, অস্থি সকলি এখন
তোমার দেহের সঙ্গে গিয়েছে মা মিশে,
তোমার ধূলিতে পড়া এ দেহ আমার
তোমার ধূলিতে কালে মিশিবে আবার।
সারমর্মঃ মানুষ মরণশীল। জন্মভূমির আলো- বাতাসে লালিত মানুষ মৃত্যুর পর মাটির কোলে শেষ আশ্রয় নেয়। বংশ পরম্পরায় যুগ যুগ ধরে ধুলির মানুষ ধুলিতেই মিশে যাচ্ছে। আমরাও আমাদের পূর্বপুরুষদের মতো মৃত্যুর পর মাটিতেই মিশে যাবো।