তোমারি ক্রোড়েতে মম পিতামহগণ সারমর্ম

তোমারি ক্রোড়েতে মম পিতামহগণ

নিদ্রিত আছেন সুখে জীবলীলাশেষে,

তাদের ঘোষিত, অস্থি সকলি এখন

তোমার দেহের সঙ্গে গিয়েছে মা মিশে,

তোমার ধূলিতে পড়া এ দেহ আমার

তোমার ধূলিতে কালে মিশিবে আবার।

সারমর্মঃ মানুষ মরণশীল। জন্মভূমির আলো- বাতাসে লালিত মানুষ মৃত্যুর পর মাটির কোলে শেষ আশ্রয় নেয়। বংশ পরম্পরায় যুগ যুগ ধরে ধুলির মানুষ ধুলিতেই মিশে যাচ্ছে। আমরাও আমাদের পূর্বপুরুষদের মতো মৃত্যুর পর মাটিতেই মিশে যাবো।

 

 

About studynotebd

Check Also

সারাংশ তুমি জীবনকে সার্থক-সুন্দর করিতে চাও?

তুমি জীবনকে সার্থক ও সুন্দর করিতে চাও?ভালো সে জন্য তোমাকে প্রাণান্ত পরিশ্রম করিতে হইবে।মহৎ কিছু …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *