ভাবসম্প্রসারণ দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য

ভাবসম্প্রসারণ: দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য

মূলভাবঃ বিদ্বান ব্যক্তি সর্বত্র সম্মানিত। কিন্তুু দুর্জন অর্থাৎ খারাপ প্রকৃতির লোক বিদ্বান হলেও সে সমাজের দুশমন। সকলেই তাকে ঘৃণা করে।

সম্প্রসারিত ভাবঃ বিদ্যার মত মূল্যবান সম্পদ আর নেই। বিদ্বান ব্যক্তিকে সকলেই সম্মান করে। বিদ্বানের সংস্পর্শে এলে জ্ঞানের আলোয় মন আলোকিত হয়;এতে চরিত্র গঠনের সুযোগ ঘটে। বিদ্যার আলোয় মানুষের জীবনের অজ্ঞানতার অন্ধকার দূর হয়। বিদ্যা মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে মুখ্য ভুমিকা পালন করে। বিদ্বানের ভূমিকায় সমাজ ও দেশ সমৃদ্ধির আলোয় আলোকিত হয়। বিদ্যার সম্মোহনী শক্তি যেমন ব্যক্তি জীবন থেকে দূর করে সংকীর্ণতা ও কুষলতার অন্ধকার, তেমনি তা সমাজকেও করে প্রগতির আলোয় আলোকিত। কিন্তু বিদ্বান ব্যক্তি যদি দুর্জন অর্থাৎ খারাপ প্রকৃতির হয়, তবে তার অর্জতি বিদ্যার কোনো মূল্য থাকে না। সমাজ, দেশ বা জাতি কেউ এদের দ্বারা উপকৃত হয় না। সকলেই তাকে ঘৃণা করে। দুর্জন ব্যক্তি সাপের সাথে তুলনীয়। তার অর্জিত বিদ্যার তুলনা করা হয় সাপের মণির সাথে । মানুষ সাপকে ভয় করে। কাছে গেলেই জীবননাশ সুনিশ্চিত।প্রাণনাশের ভয়ে কেউ সাপের মাথার মূল্যবান মণি আনতে সাহস পায় না। বিদ্বান ব্যক্তি যদি খারাপ প্রকৃতির হয় তবে সেও সাপের মত ভয়াবহ। তার কাছ থেকে বিদ্যা লাভের প্রত্যাশা থেকে জীবনাশ তথা ক্ষতি হওয়ার সলম্ভাবন বেশি।

————————————————————–

সকল ভাবসম্প্রসারণ তালিকা……

Click Here Now

Facebook Group

Join Now

About studynotebd

Check Also

সারমর্ম ক্ষমা যেথা ক্ষীণ দুর্বলতা

ক্ষমা যেথা ক্ষীণ দুর্বলতা, হেরুদ্র নিষ্ঠুর যেন হতে পারি তথা। তোমার আদেশে, যেন রসনায় মম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *