প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2022-(১ম ধাপ-৩০৭১) (22-04-2022) || 2022

1. সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভাল হয়ে চলিপঙতিটি কার?

ক)-মদনমোহন তর্কালংকার      খ)- কালিপ্রসন্ন সিংহ

গ)- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর             ঘ)- অক্ষয়কুমার দত্ত

2. কার্যে বিরতিঅর্থে কোন বাগধারাটি প্রযোজ্য?

ক)-হাত করা        খ)- হাত গুটান

গ)- হাত থাকা       ঘ)- হাত আসা

3. অনির্বচনীয়শব্দের অর্থ

ক)-সুনিশ্চিত          খ)- নির্বাচনযোগ্য নয়

গ)- বর্ণনাতীত        ঘ)- অনিশ্চিত

4. আবাহনশব্দের বিপরীত কোনটি?

ক)-আরোহন           খ)- মিলন

গ)- বিসর্জন           ঘ)- স্নান

5. যার বংশ পরিচয় এবং স্বভাব কেউই জানে না’- বাক্যটির বাক্যসংকোচন নিচের কোনটি?

ক)-অজ্ঞাতকুলশীল        খ)- বংশপরিচয়হীন

গ)- কুলবংশহীন                ঘ)- অজ্ঞাতকুলীন

6. নিচের কোন বাক্যটি শুদ্ধ?

ক)-সূর্য পূর্বদিকে উদয়মান হয়       খ)- সূর্য পূর্বদিকে উদিয়ামান হয়

গ)- সূর্য পূর্বদিকে উদয় হয়   ঘ)- সূর্য পূর্বদিকে উদিত হয়

7. অনুগমনশব্দের ব্যাসবাক্য নিচের কোনটি?

ক)-গমনের পশ্চাৎ        খ)- গমনের অগ্র

গ)- অনুরূপ গমন           ঘ)- পরস্পর গমন

8. মেধাবীশব্দের প্রকৃতিপ্রত্যয় নিচের কোনটি?

ক)-মেধা+ বিন্‌                  খ)- মেধা +বি

গ)- মেধা+বী                     ঘ)- মেধা+আবী

9. কলকল রবে নদী বইছেএখানেকল কলকোন অব্যয়?

ক)-সমুচ্চয়ী      খ)- অনুসর্গ

গ)- অনস্বয়ী      ঘ)- অনুকার

10. রূপ্‌সার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙা বায়কবিতার চরণে কবি কোন রূপসার কথা বলেছেন?

ক)-রূপসী ডিঙা               খ)- রূপসী বাংলা

গ)- রূপসা নদী                 ঘ)- গ্রামবাংলার নদী

11. কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে?

ক)-ভূবন             খ)- শূণ্য

গ)- ত্রিভুজ        ঘ)- পূন্য

 12. নিচের কোনটি বিদেশি শব্দ?

ক)-কান              খ)- কাজ

গ)- কাঁচি            ঘ)- কলম

13. অহরহশব্দের সন্ধি বিচ্ছেদ

ক)-অহ+রহঃ                  খ)- অহ+অহঃ

গ)- অহঃ+অহ            ঘ)- অহঃ+রহ

14. মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে’- উক্তিটি কার?

ক)-মুনীর চৌধরী                      খ)- হুমায়ন আজাদ

গ)- মীর মশাররফ হোসেন          ঘ)- স্বর্ণকুমারী দেবী

15. কাজী নজরুল ইসলামের রচিত গল্প কোনটি?

ক)-পদ্মাগোখরা               খ)- পদ্মপুরাণ

গ)- পদ্মাবর্তী                     ঘ)- পদ্মরাগ

16. গৌরবশব্দের প্রকৃতিপ্রত্যয় নিচের কোনটি?

ক)-গৌর +অব                 খ)- গুরু+অব

গ)- গুরু +ঞ্চ                     ঘ)- গুরু +ষ্ণ

17. কালবৈশাখীর ইংরেজি

ক)-Dark Westerlies                খ)- West Westerlies

গ)- North Westerlies             ঘ)- Black Westerlics

18. ব্যবহারকারীর সংখ্যা বিবেচনায় বাংলা ভাষা বিশ্বের কততম প্রধান ভাষা?

ক)-ষষ্ঠ                                খ)- সপ্তম

গ)- চতুর্থ                            ঘ)- পঞ্চম

19. টর্নেডো শব্দটি এসেছে

ক)-Toonida                 খ)- Tunioda

গ)- Tonada                 ঘ)- Tornada

20. খনার বচনে প্রাধান্য পেয়েছে

ক)-শিল্প                       খ)- কৃষি

গ)- সাহিত্য                 ঘ)- বিজ্ঞান

21. জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ কত সালে প্রবর্তন করা হয়?

ক)-২০১৩         খ)- ২০১০

গ)- ২০১১         ঘ)- ২০১২

22. বাঙালি জাতির মুক্তির সনদ দফার ২য় দফাটি নিচের কোনটির সাথে সম্পর্কিত?

ক)-বৈদেশিক বাণিজ্য      খ)- মুদ্রা বা অর্থ

গ)- রাজস্ব                     ঘ)- কেন্দ্রীয় সরকার

23. বাংলাদেশে বর্তমানে কততম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নাধীন?

ক)-ষষ্ঠ                         খ)- সপ্তম

গ)- অষ্টম                     ঘ)- নবম

24. নিচের কোন জেলাগুচ্ছ সুন্দরবন সংলগ্ন

ক)-পিরোজপুর, মাদারীপুর ও বাগেরহাট

খ)- সাতক্ষীরা, বাগেরহাট ও খুলনা

গ)- বাগেরহাট, নড়াইল ও ঝিনাইদহ

ঘ)- বরিশাল, খুলনা ও সাতক্ষীরা

 25. কত তারিখে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেয়া হয়?

ক)-২২ জানুয়ারি ১৯৬৯    খ)- ২৩ ফেব্রুয়ারি ১৯৬৯

গ)- ১৭ জানুয়ারি ১৯৬৮    ঘ)- ৫ জানুয়ারি ১৯৬৯

26. আমার ঘরের চাবি পরের হাতেগানটির রচয়িতা কে?

ক)-লালন শাহ               খ)- হাসন রাজা

গ)- পাগলা কানন           ঘ)- রাধারমণ দত্ত

26. জাতিসংঘ ঘোষিত বিশ্ব অটিস্টিক সচেতনতা দিবস পালিত হয়?

ক)-৪ মে                       খ)- ২ এপ্রিল

গ)- ৪ এপ্রিল                  ঘ)- ২ মে

27. টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) তে অভীষ্ট কয়টি?

ক)-৩০             খ)- ১৭

গ)- ১৯             ঘ)- ২৩

28. আমার দেখা নয়াচীনকে লিখেছেন?

ক)-শঙ্খ ঘোষ                খ)- শেখ মুজিবুর রহমান

গ)- শওকত আলী           ঘ)- মমতাজউদ্দিন আহমেদ

29. প্রাণের বান্ধবরে বুড়ি হইলাম তোর কারণে’- গানটির গীতিকার

ক)-শেখ ওয়াহিদ             খ)- কিরণ রায়

গ)- শাহ আব্দুল করিম     ঘ)- কাঙ্গালিনী সুফিয়া

30. UNESCO কত সালে একুশে ফেব্রুয়ারি কে আন্তর্জাতিক মাত্রভাষা দিবস হিসেবে ঘোষণা করে?

ক)-১৯৯৭                     খ)- ১৯৯৯

গ)- ২০০০                     ঘ)- ২০০১

31. ভৌগোলিক নির্দেশক (GI) পণ্য হিসেবে কবে বাংলাদেশের ইলিশ সনদপ্রাপ্ত হয়?

ক)-১৭ আগস্ট ২০১৭      খ)- ২৭ জানুয়ারি ২০১৯

গ)- ১৭ জুন ২০২১          ঘ)- ১৭ নভেম্বর ২০১৬

32. এসডিজি (SDG) এর কোন অভীষ্টটি প্রাথমিক শিক্ষার সাথে সম্পর্কিত?

ক)- ৪              খ)- ৫

গ)- ৬              ঘ)- ৭

 33. কোন অঞ্চলের ঘূর্ণিঝড়কে হ্যারিকেন নামে অভিহিত করা হয়?

ক)-মধ্যপ্রাচ্য                  খ)- দূরপ্রাচ্য

গ)- আমেরিকা               ঘ)- দক্ষিণ এশিয়া

34. বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ এর সমাধিস্থল কোন জেলায়?

ক)-রাঙ্গামাটি                 খ)- খাগড়াছড়ি

গ)- চট্টগ্রাম                   ঘ)- ফরিদপুর

35. BIMSTEC এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

ক)-ব্যাংকক                   খ)- থিম্পু

গ)- ঢাকা                       ঘ)- দিল্লী

36. নিচের কোন গুচ্ছটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি উদ্যোগের অন্তর্ভুক্ত?

ক)-আশ্রয়ন ও শিক্ষা সহায়তা

খ)- ত্রাণ ও পুনর্বাসন

গ)- নিরাপদ খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা

ঘ)- মেট্রোরেল ও রূপপুর প্রকল্প

 37. প্রধান বিচারপতি নিয়োগ দেন কে?

ক)- স্পিকার     খ)- জাতীয় সংসদ

গ)- রাষ্ট্রপতি     ঘ)- প্রধানমন্ত্রী

About studynotebd

Check Also

ভাবসম্প্রসারণ দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য

ভাবসম্প্রসারণ দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য

ভাবসম্প্রসারণ: দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য মূলভাবঃ বিদ্বান ব্যক্তি সর্বত্র সম্মানিত। কিন্তুু দুর্জন অর্থাৎ খারাপ প্রকৃতির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *