সারমর্ম সার্থক জন্ম মোর জন্মেছি এই দেশে

সার্থক জন্ম মোর জন্মেছি এই দেশে,

সার্থক জন্ম মাগো তোমায় ভালোবেসে।

জানিনে তোর ধন রতন আছে কি না রানির মতন,

শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে।

কোন বনেতে জানিনে ফুল, গন্ধ এমন করে আকুল,

কোন গগনে উঠরে চাঁদ এমন হাসি হেসে।

আঁখি মেলে তোমার আলে প্রথম আমার চোখ জুড়ালো।

ঐ আলোতে নয়ন রেখে মুদবো নয়ন শেষে।

সারমর্মঃ জন্মভূমি সকলের কাছেই প্রিয় ও পবিত্র।স্বদেশের প্রতি প্রত্যেকেরই মমতা আছে।ধন-সম্পদে পরিপূর্ণ না থাকলেও স্বদেশ অত্যন্ত আদরের। মাতৃভূমিতে মৃত্যুবরণ প্রতিটি মানুষেরই কাম্য।

About studynotebd

Check Also

কোনো সভ্য জাতিকে অসভ্য করার ইচ্ছা যদি তোমার থাকে সারাংশ

কোনো সভ্য জাতিকে অসভ্য করার ইচ্ছা যদি তোমার থাকে তাহলে তাদের সব বই ধ্বংস কর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *