সারাংশ মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ প্রাণী

মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ প্রাণী।জগতের অন্যান্য প্রাণীর সহিত মানুষের পার্থকের কারণ-মানুষ বিবেক ও বুদ্ধির অধিকারী।এই বিবেক, বুদ্ধি ও জ্ঞান নাই বলিয়াই আর সকল প্রাণী মানুষ অপেক্ষা নিক্ষষ্ট।জ্ঞান ও মনুষ্যত্বের উৎকর্ষ সাধন করিয়া মানুষ জগতের বুকে অক্ষয় কীর্তি স্হাপন করিয়াছে, জগতের কল্যাণ সাধন করিতেছে; পশুবল ও অর্থবল মানুষকে বড় বা মহৎ করিতে পারে না।মানুষ বড় হয় জ্ঞান ও মনুষ্যত্বের বিকাশে।জ্ঞান ও মনুষ্যত্বের প্রকৃত বিকাশে জাতির জীবন উন্নত হয়। প্রকৃত মানুষই জাতীয় জীবনে প্রতিষ্ঠাও উন্নয়ন আনয়নে সক্ষম।

 

সারাংশঃ বিবেক ও বুদ্ধি মানুষকে সকল প্রাণী অপেক্ষা শ্রেষ্ঠ করেছে। বিবেক-বুদ্ধির মাধ্যমে অর্জিত জ্ঞান ও মনুষ্যত্ব দ্বারা মানুষ পৃথিবীকে করেছে সুন্দর ও কল্যাণময়। জ্ঞান ও মনুষত্বের প্রকৃত বিকাশে মানুষ পরিণত হয় এবং জাতীয় জীবনে প্রতিষ্ঠা ও উন্নয়নে কার্যকর ভূমিকা পালনে সমর্থ হয়।

About studynotebd

Check Also

বৃক্ষরোপণ অনুচ্ছেদ | অনুচ্ছেদ বৃক্ষরোপণ

অনুচ্ছেদ: বৃক্ষরোপণ বৃক্ষরোপণ বলতে বোঝায় বেশি বেশি গাছ লাগানো। জীবনের জন্য গাছ খুবই পুরুত্বপূর্ণ। গাছ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *